একদিনেই গাজায় ফিরলেন তিন লাখের বেশি ফিলিস্তিনি
ডেস্ক রিপোর্ট
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধীরে ধীরে নিজ ভূমিতে ফিরে আসতে শুরু করেছেন। স্থানীয় সময় সোমবার (২৮ জানুয়ারি) একদিনেই তিন লাখেরও বেশি মানুষ উত্তর গাজায় ফিরে এসেছেন।
গাজার জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি অভিযানের কারণে দীর্ঘদিন ধরে দক্ষিণ ও মধ্য গাজায় আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষ প্রায় ৪৭০ দিন পর নিজেদের এলাকায় ফিরতে পেরেছেন।
যদিও উত্তর গাজায় কোনো অবকাঠামো অবশিষ্ট নেই, তবে প্রিয় ভূমিতে ফিরে আসতে পেরে আনন্দিত স্থানীয়রা। সোমবার সকাল থেকে নেৎজারিম করিডোর দিয়ে ঘোড়া, গাধার গাড়ি ও অন্যান্য বাহনে করে সীমিত সামগ্রী নিয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরে ফিরতে থাকেন। ধ্বংসস্তূপের মধ্যেও গাজা সিটিতে দেখা গেছে 'গাজায় স্বাগতম' লেখা একটি ব্যানার।
উত্তর গাজার ২২ বছর বয়সী লামিস আল ইওয়াদি বলেন, "আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। এতদিন মনে হতো, আমি মৃত; কিন্তু আজ মনে হচ্ছে আমি নতুন করে বেঁচে উঠেছি।"
তবে পরিস্থিতি এখনো চ্যালেঞ্জপূর্ণ। হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, গৃহহীন ফিলিস্তিনিদের অন্তত ১ লাখ ৩৫ হাজার তাঁবুর প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ আগস্ট হামাস ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা প্রায় ১৫ মাস ধরে চলে। এতে ৪৭ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন এবং ১ লাখ ১২ হাজারের বেশি আহত হন। লাখ লাখ মানুষকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মধ্যেও নিজেদের ঘরে ফিরে যেতে শুরু করেছেন।
Present Bangla / UN