ইজতেমা ময়দানের নিরাপত্তা পূর্বের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে- আইজিপি
বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম বলেছেন, এবারের বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক বেশি সুদৃঢ় করা হয়েছে। তিনি আজ, বুধবার (২৯ জানুয়ারি) সকালে টঙ্গীতে ইজতেমা ময়দানের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এই কথা বলেন।
আইজিপি উল্লেখ করেন, পুলিশ বাহিনী সকলের সহযোগিতায় যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম। তিনি গণমাধ্যমের সহায়তাও প্রত্যাশা করেন।
এছাড়া, তিনি আশাবাদী যে, ইজতেমার উভয় পক্ষের আয়োজকগণ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন।
আইজিপি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমা নিরাপদে এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
বিশ্ব ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক টিম, ক্রাইম সিন ভ্যান, চুরি-ছিনতাই ও পকেটমার প্রতিরোধ টিম এবং নৌ টহল সহ রেলওয়ে স্টেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইজতেমা ময়দানে সিসিটিভি, ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করা হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে স্থাপন এবং মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করা হবে। পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশ ও র্যাব সদস্যরা ময়দানে দায়িত্ব পালন করবেন। ভিআইপি এবং বিদেশী অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দুই পর্বে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
Present Bangla/ Bangladesh police facebook page